শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

আল্লামা তা‌হের শাহ’র নেতৃত্বে রাজধানী‌তে জস‌নে জুলুস

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫ বার পড়া হয়েছে

প্রতি বছরের মতো এ বছরও আওলা‌দে রাসূল আল্লামা সৈয়‌্যদ মুহম্মদ তা‌হের শাহ’র নেতৃত্বে রাজধানী‌তে বিশাল জস‌নে জুলুস ও ঈদে মিলাদুন্নবী উদযা‌পিত হ‌য়ে‌ছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট, ঢাকার উদ্যোগে জুলুস‌টি সকাল সা‌ড়ে দশটায় ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা হতে শুরু হয়। জুলুস‌টি শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ অ্যাভিনিউ, শিয়া মসজিদ, রিং রোড, শ্যামলীর বি‌ভিন্ন সড়ক প্রদক্ষিণ ক‌রে পুনরায় মাদ্রাসা ময়দানে গিয়ে শেষ হয়।

মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা ময়দা‌নে অনুষ্ঠিত মিলাদুন্নবী মাহ‌ফি‌লে সভাপতিত্ব করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪১তম বংশধর আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী)।

প্রধান অতিথি ছিলেন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাদ্দা জিল্লুহুল আলী)।  বিশেষ অতিথি ছিলেন শাহজাদা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাসিম শাহ্ (মাদ্দা জিল্লুহুল আলী)।

এ সময় পীর আল্লামা সাবির শাহ্ ব‌লেন, আল্লাহ পাকের নেয়ামতসমূহের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি। তাঁহার সৃষ্টিতে ধন্য হয়েছে সমগ্র সৃষ্টিজগত। যার সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না (আল-কোরআন)। তাই এবাদত ব‌ন্দে‌গি ও খু‌শি উদযাপ‌নের মাধ‌্যমে এই মহা‌নেয়াম‌ত প্রা‌প্তির শোকর আদায় কর‌তে হ‌বে আমা‌দের।

তি‌নি ব‌লেন, নবী প্রেমই ঈমা‌নের মূলমন্ত্র। যার অন্ত‌রে নবীর প্রেম আছে সেই সত্যিকার মান‌বিক মানুষ, সেই সফল। সে কখনও জ‌ঙ্গিবাদে বিশ্বাসী হ‌তে পা‌রে না। ফরজ নামাজ বাদ দেওয়া দূ‌রে বরং মহানবীর প্রত্যেকটা সুন্নাত‌কে যত্ম সহকা‌রে আদায় করবেন। মূলত সমাজের সত্যিকারের আদর্শবান, নৈতিকবোধ সম্পন্ন ও দেশপ্রেমিক দ্বীনদার মানুষ হওয়ার জন‌্য, বি‌শেষ ক‌রে ঘুষ দুর্নী‌তি ও সন্ত্রাসমুক্ত আদর্শ সমাজ প্রতিষ্ঠাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ অনুস্মরণের কো‌নো বিকল্প নাই।

ড. মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিদের সঞ্চালনায় মাহ‌ফি‌লের বিশেষ অতিথি শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসিম শাহ বলেন, রাসুলে কারীম সাল্লাল্লাহু তা-আলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুতির কারণেই মূলত পৃথিবীতে অশান্তি নেমে এসেছে। যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে নবী-অলিদের প্রতি বিদ্বেষী করে তোলে। হাজার বছর ধরে চলে আসা ইসলামী অনুষ্ঠানমালা যেমন-ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ ও ফাতেহা ইত্যাদির বিরোধীতা করে, তাদের ব্যাপারেও সতর্ক থাকা দরকার।

মাহফিলে স্বাগত বক্তব্য আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট, ঢাকার চেয়ারম্যান আলহাজ্ব মো. শহীদ উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় আঞ্জুমানের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকার সেক্রেটারি মো. মিজানুর রহমান।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাৎপর্য তুলে ধরে বয়ান করেন-কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্য আলহাজ্ব মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হকসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

পরিশেষে খতমে গাউসিয়া ও মিলাদ কেয়াম শে‌ষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজত করেন আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com