বাংলা৭১নিউজ,ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা নিয়ে মে মাসের শেষের দিকে সংসদীয় কমিটিতে আলোচনা করে তা সংশোধন ও পরিমার্জন করা হবে।
আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
বৈঠকে আইনমন্ত্রীর কাছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)-এর সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল ও সদস্যসচিব সৈয়দ ইশতিয়াক রেজা সংগঠনের প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ বিভিন্ন ধারা সংশোধনে ১০টি পর্যবেক্ষণসহ একটি লিখিত প্রস্তাব তুলে ধরেন।
বৈঠকের পর আইনমন্ত্রী বলেন, সংসদীয় কমিটিতে এ বিষয়ে আলোচনা হতে পারে। আমার মনে হয় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। সংবিধানে যে বাক-স্বাধীনতার কথা বলা আছে, ফ্রিডম অব প্রেসের (সংবাদপত্রের স্বাধীনতা) কথা বলা আছে, আমরা তা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেখানে (আইনে) যদি কোনো সন্দেহ থাকে, সেটা দূর করার জন্য যে যে প্রচেষ্টা দরকার, আমরা সেই সেই প্রচেষ্টা নেব।
বিএফইউজের প্রস্তাবের ব্যাপারে মন্ত্রী বলেন, আমার মনে হয় যৌক্তিক। তার কারণ হচ্ছে- এডিটরস কাউন্সিলের প্রতিনিধিরা যে বক্তব্য তুলে ধরেছিলেন তার সঙ্গে এটার অনেক মিল আছে। ওইখানেও আমি বলেছি যৌক্তিক।
বাংলা৭১নিউজ/জেএস