বাংলা৭১নিউজ, ডেস্ক: সিরিয়ার আলেপ্পো শহরে বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলায় ৪০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর রিকন্সিলিয়েশন-এর একজন প্রতিনিধি জানান, আলেপ্পোয় শনিবারের রকেট হামলায় একশ’রও বেশি মানুষ আহত হয়েছে। আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আন-নুসরা ফ্রন্ট এ হামলা চালিয়েছে। রাশিয়ার গণমাধ্যমগুলো এ হামলার খবর দিয়েছে।
রুশ প্রতিনিধি জানান, আন-নুসরা ফ্রন্টের সশস্ত্র ইউনিট আলেপ্পোর শেখ মাকসুদ, আল-মুহাফাজ, আজ-যাহরা এবং আন-নাইরাব এলাকায় ভয়াবহ হামলা চালায়। এছাড়া, হান্দ্রাত শহরে এ সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে শেখ মাকসুদ এলাকায় সন্ত্রাসীদের রকেট হামলায় একটি থানা এবং কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়।
রুশ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বলা হয়েছে- এক হাজারের বেশি সন্ত্রাসী আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে সিরিয়ার সেনা অবস্থানে হামলা শুরু করেছে। সিরিয়ার কথিত মধ্যপন্থি গেরিলারা যে এলাকায় অবস্থান করছে সেখান থেকে এ হামলা চালানো হচ্ছে।
বাংলা৭১নিউজ/সিএইস