রাজধানীর গুলিস্তানের শান্তি সমাবেশ শেষে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম মো: রেজাউল করিম (২১)। তিনি শেরপুরের নকলার নারায়ণকোটা গ্রামের আব্দুস ছাত্তার ছেলে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আব্দুল মন্নাফ।
তিনি বলেন, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। তবে সে আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠনের কর্মী কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত ও চারজন আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন মো: আরিফুল (১৮), মো: জোবায়ের (১৮), মো: রনি (৩২) ও মো: মোবাশ্বের (১৮)।
বাংলা৭১নিউজ/এবি