রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের ৭ দিনের রিমান্ড হেলেনা জাহাঙ্গীর-রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

আলফাডাঙ্গায় আওয়ামী লীগের ‘শান্তি র‌্যালি-সমাবেশ’

ফ‌রিদপুর প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ‘শান্তি র‌্যালি ও সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০ টায় উপজেলার গোপালপুর বাজারে ২ নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ ‘শান্তি র‌্যালি ও সমাবেশ’  অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ। 

সমাবেশে সভাপতির বক্তব্যে মোনায়েম খান বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন বিএনপি জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদ, নৈরাজ্য ও অপরাজনীতি অব্যাহত রেখেছে। দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। 

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতকে আন্দোলনের নামে এলাকায় কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ রাজপথে থেকে তা মোকাবিলা করবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, মো. আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম মোল্লা, মো. তাজিমুর রহমান, দপ্তর সম্পাদক মো. আনিচুর ইসলাম, যুব ও ক্রীয়া সম্পাদক মো. জিন্না সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মকিবুল হোসেন মক্কা, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইব্রাহিম মোল্লা, গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাসার হোসেন, গোপালপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুলু, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম ফজর, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান নওয়াব আলী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বাবুল, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পান্না লাল সরকার, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বাসার মিয়া, সাধারণ সম্পাদক মো. মুঞ্জুর হোসেন প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com