বাংলা৭১নিউজ,(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জ শিবালয় উপজেলায় আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৩০ সেন্টিমিটার পানি বেড়েছে।
গত ১৬ জুলাই সকাল ৭টার দিকে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. ফারুক আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ৪ জুলাই আরিচা পয়েন্টে বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। ১৪ জুলাই দ্বিতীয় দফায় এ পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে।
স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের বৃষ্টিতে নদীর পানি বেড়েছে। এতে হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী বলেন, ‘এ উপজেলার বাঁচামারা, চরকাটারি ও বাঘুটিয়া ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের জন্য আশ্রয় কেন্দ্রের পাশাপাশি স্থানীয় বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বাংলা৭১নিউজ/এসআর