রাজধানীর মতিঝিলের আরামবাগে মহাসমাবেশে যোগ দেওয়ার সময় পুলিশের গুলিতে মো. নওয়াব আলী শেখ (৬০) নামে জামায়াত ইসলামীর এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
গুলিবিদ্ধ জামায়াতকর্মী নওয়াস আলী শেখ বলেন, আমি বাগেরহাটের ফকিরহাট থেকে মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় আসি। শাপলা চত্বরে যাওয়ার জন্য আরামবাগ হাই স্কুলের সামনে পৌঁছালে পুলিশের ছোড়া গুলি আমার ডান পায়ে লাগে। পরে পথচারীদের সহায়তায় চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আরামবাগ থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে জরুরি বিভাগে নিয়ে আনা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তি নিজেকে জামায়াতকর্মী বলে দাবি করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচবি