মেট্টোরেল উত্তরা থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় সমাবেশ রূপ নিয়েছে জনসমুদ্রে। কাকরাইল থেকে মতিঝিল, আরামবাগ থেকে কমলাপুর লোকে লোকারণ্য।
শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতা-কর্মীরা আসতে শুরু করেন।
নানা ধরনের প্লাকার্ড, ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সমাবেশে এসেছেন। এসব মিছিল সমাবেশ আর স্লোগানে গুরুত্ব পাচ্ছে আগামী নির্বাচন।
এর আগে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে এমআরটি লাইন-৬ পরিপূর্ণতা পাবে। এখন আধা ঘণ্টায় উত্তরা থেকে মতিঝিল আসা সম্ভব হবে। এর আগে গত ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ধাপের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে মেট্রোরেলে চড়ে তিনি মতিঝিল যাবেন। মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
বাংলা৭১নিউজ/এসএইচ