বাংলা৭১নিউজ, ঢাকা: তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
আজ মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া রিমান্ড আবেদন করেন।
বিকেল ৩টায় ঢাকা মহানগর হাকিম প্রবণ কুমার ভূঁইয়ার আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
প্রাক্তন স্ত্রী নাসরীন সুলতানার দায়ের করা মামলায় আজ সকালে আমিনবাজারের বাসা থেকে সানীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে নেওয়া হয় রাজধানীর মোহাম্মদপুর থানায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. জামাল উদ্দীন জানান, গত ৫ জানুয়ারি আরাফাত সানীর প্রাক্তন স্ত্রী তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলা৭১নিউজ/এম