দেশের আরও ৬টি শীর্ষস্থানীয় মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের পাঁচ লাখেরও বেশি গ্রাহকের ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দেওয়া সহজ, দ্রুত ও নিরাপদ হলো বিকাশ-এ। এ লক্ষ্যে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), দিশা, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে), উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) ও বাংলাদেশ ফেলোশিপ ফাউন্ডেশনের (বিএফএফ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এ বিষয়ে আলাদা আলাদা চুক্তিতে স্বাক্ষর করেন। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মাহাবুবুল হক ভূইয়া, দিশা-এর প্রধান নির্বাহী মো. সহিদ উল্লাহ, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটির (সেতু) উপ-পরিচালক (মানবসম্পদ) মির্জা সাকিফ হোসেন, পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদা শামস, উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটির (ইউডিপিএস) প্রধান নির্বাহী এএফএম আখতার উদ্দিন ও বাংলাদেশ ফেলোশিপ ফাউন্ডেশনের (বিএফএফ) নির্বাহী পরিচালক জন দাস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানগুলোর গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে মাইক্রোফাইন্যান্স পেমেন্ট অপশন থেকে সহজ কয়েকটি ধাপে ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দিতে পারছেন।
মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব এই সল্যুশন নিয়ে এসেছে বিকাশ। এর ফলে একদিকে যেমন গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের টাকা পাঠানো নিরাপদ ও নিশ্চিন্ত হয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর জন্যও ঋণ আদায় ও সঞ্চয়ের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা আরও সহজ এবং সময় সাশ্রয়ী হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ