দুর্নীতি দমন ও প্রতিরোধে নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কার্যক্রম আরও তেরটি জেলায় চালু হচ্ছে।চলমান ২৩টি সমন্বিত জেলা কার্যালয়ের সঙ্গে নতুন করে আরও ১৩টি সমন্বিত জেলা অফিস যুক্ত হওয়ায় সবমিলে ৩৬ জেলায় এ ধরনের অফিস থাকছে। দুদককে আরও গতিশীল করতে পর্যায়ক্রমে দেশের সব জেলাতেই দুদকের কার্যালয় স্থাপন করবে সংস্থাটি।
যে ১৩ জেলায় কার্যালয় চালু হচ্ছে
গত ১ নভেম্বর দুদক সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আরও ১৩টি জেলা কার্যালয় স্থাপন ও চালুর অনুমোদন দেওয়া হয়। আগামী পহেলা জুলাই থেকে এই অফিসগুলোয় কার্যক্রম শুরু হবে। এগুলো হলো নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ), গাজীপুর (গাজীপুর ও নরসিংদী), মাদারীপুর (মাদারীপুর ও শরীয়তপুর), গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর (জামালপুর ও শেরপুর), নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট), কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট), ঠাকুরগাঁও, চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর), বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা), ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা) ও পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি) সমন্বিত জেলা কার্যালয়।
যেসব জেলায় চলছে দুদকের কার্যক্রম
দুদকের প্রধান কার্যালয় ছাড়াও বর্তমানে চালু থাকা ২৩টি কার্যালয় হলো সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, চট্টগ্রাম জেলা কার্যালয়-১, চট্টগ্রাম জেলা কার্যালয়- ২, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী ও কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়।
সব জেলায় থাকবে দুদকের কার্যালয়
সূত্র জানায়, বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ৬৪ জেলায় ৬৬টি কার্যালয়ের মাধ্যমে অফিস পরিচালনা করেছে। ওই সময় জেলা কার্যালয়ের পাশাপাশি রেলওয়ে পূর্বাঞ্চল ও রেলওয়ে পশ্চিমাঞ্চলেও ব্যুরোর ফিল্ড অফিস ছিল। ২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে কমিশন গঠন করা হয়। এরপর থেকে ৬৬টি কার্যালয়ের পরিবর্তে ২০ জেলায় ২২টি কার্যালয় দিয়ে কমিশন ৬৪টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছরের ২২টি জেলা কার্যালয়ের সঙ্গে নতুন করে একটি যুক্ত হয়েছে। তবে ২০১৮ সালে সরকার দুদকের ৩৬টি জেলা কার্যালয় অনুমোদন করলেও অদ্যাবধি তা কার্যকর হয়নি।
দুদক কমিশনার ড. মোজাম্মেল
এ ব্যপারে দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, দুদকের কাছে সাধারণ মানুষ যেন অভিযোগ দিতে পারে সেই সুযোগ সৃষ্টি করতে হবে। সঙ্গত কারণেই ২৩টি জেলা কার্যালয় দিয়ে সারা দেশের ৬৪টি জেলার কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করা সম্ভব হয় না। সেজন্যই কার্যালয় ও জনবল বৃদ্ধি করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায়ই দুদকের কার্যালয় করার পরিকল্পনা রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ