বাংলা৭১নিউজ,ডেস্ক: মৃত্যুমিছিল আপাতত থামার কোনও লক্ষণ নেই। ফের ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হল কমপক্ষে ১৫০০ জনের। জন হপকিন্স ইউনিভার্সিটির তরফে এই তথ্য জানা গিয়েছে। মঙ্গলবারের এই মৃত্যুর জেরে মার্কিন মুলুকে এখন মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৮৪৫ -এ।
এই মুহূর্তে সবচেয়ে বেশি মৃত্যু নিয়ে বিশ্বে করোনার ভয়ঙ্করতম রূপকে ফুটিয়ে তুলছে আমেরিকা। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষের বেশি মানুষ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৭ হাজার।
এরমধ্যে প্রায় ২৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে নিউইয়র্কে। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার। ক্যালিফোর্নিয়াতে আক্রান্ত ৮১ হাজারের বেশি, মৃত্যু ৩ হাজারের।
অন্যদিকে হু-কে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চিঠি লিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ৩০দিন সময় দেওয়া হল এই সংস্থাকে, এর মধ্যে নিজেদের অবস্থান ও ভূমিকা বদলাতে হবে।
মঙ্গলবার সকালে ট্যুইট করে সেই চিঠি প্রকাশ করেন ট্রাম্প নিজে। এদিন মার্কিন প্রেসিডেন্ট জানান, হু ক্রমাগত নিজেদের ভূমিকাকে অস্বচ্ছ করে তুলেছে। ২০১৯ সালের ডিসেম্বর কিংবা তার আগে থেকেই করোনা নিয়ে একাদিক রিপোর্ট হু-কে দেওয়া হয়েছিল। কিন্তু তা অনবরত অগ্রাহ্য করে গিয়েছে তারা। যার ফল আজ ভোগ করতে হচ্ছে বিশ্ববাসীকে। উহানে যে করোনা মহামারীর আকার নিচ্ছে, তা হু জানত। কিন্তু তথ্য চেপে রেখেছিল। অভিযোগ ট্রাম্পের।
এছাড়া আমেরিকাবাসীকে আশ্বস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমেরিকা হাতে পাবে এবছরের মধ্যেই। ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে ফক্স নিউজের “টাউন হল” নামক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি আশা করেন এ বছরের শেষের মধ্যে আমেরিকার যাতে চলে আসবে করোনা ভাইরাসের ভ্যাকসিন।
বাংলা৭১নিউজ/খবর: বিবিসি অনলাইন