বাংলা৭১নিউজ,ডেস্ক: শঙ্কা ছিলই। আর তা সত্যি করে করোনায় আমেরিকায় মৃত্যু সংখ্যা ছুঁতে চলেছে ৫০ হাজার। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হল ৩ হাজার ১৭৬ জনের, আর তাতেই মৃত্যু সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই।
বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছিল ৪৬ হাজার ৫৮৩। বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৬ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৫৯। আক্রান্ত হয়েছেন আরও বহু মানুষ।
মরণ ভাইরাসের জেরে ইতিমধ্যে নিউইয়র্কে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৪০ জনের, আক্রান্ত ২ লক্ষ ৬৩ হাজারের বেশি। নিউ জার্সিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৯৮৯ ও মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৬৮ জনের। ক্যালিফোর্নিয়া, ম্যাসচেস্টাস, পেনসিলভানিয়া, লিনিওস সর্বত্রই মৃতের সংখ্যা হাজারের বেশি। মিচিগানে মৃত্যু হয়েছে ২৯৭৭ জনের।
পিপিই পরিহিত একজন মার্কিন নার্স।
করোনা ভাইরাসে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা৷ মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ৷ আরএরপরেই এই তালিকায় নাম রয়েছে ইতালি, স্পেন ও ফ্রান্সের। সেখানেও প্রতিদিন চলছে মৃত্যুমিছিল। ইতালি ইতিমধ্যে মৃত্যুর বিচারে ২৫ হাজার ছুঁয়ে ফেলেছে
আমেরিকায় যে সব স্ট্রেট বেশি ক্ষতিগ্রস্ত সেই সব স্ট্রেটে অপরিহার্য সমস্ত ব্যবসাও বন্ধ করে দেওয়া হয়েছে৷ খুব প্রয়োজনীয় না-হলে মানুষকে বাড়ির অভ্যন্তরে থাকতে অনুরোধ করা হচ্ছে৷
বাংলা৭১নিউজ/এবি