শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র লেবানন-ইয়েমেনে ইসরায়েলের হামলা, গাজায় নিহত আরও ২১ সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান

আমি নাসিরকে চেয়েছিলাম: মাশরাফি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নাসির হোসেনকে দলে রাখতে সুপারিশ করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। পেছনের সেই স্মৃতি রোমন্থন করে মাশরাফি বলেন, ‘বোর্ড প্রধান আমাকে জিজ্ঞাসা করেছিল, ‘তুমি কি চাও? আমি বলেছিলাম নাসিরকে দলে চাই।’

দীর্ঘদিন মাঠের বাইরে নাসির হোসেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে দেশের হয়ে খেলেছিলেন নাসির। সবশেষ প্রায় একবছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেন নাসির। ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে নাসিরকে রাখা হয়েছিল মূলত মাশরাফির সুপারিশের কারণে।

‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ছিল না নাসির। পরের ম্যাচে আমার মনে হয়েছিল নাসিরকে আমার লাগবে। আমি চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত বোর্ড প্রধান আমাকে সাহায্য করেছিল।’ মন্তব্য মাশরাফির।

নাসিরকে দলে রাখতে আমি ওকে দিয়ে বেশি বেশি বোলিং করিয়েছি বললেন মাশরাফি। ‘নাসির যখন ব্যাট হাতে রান পাচ্ছে না। আমি তখন ওকে দিয়ে বেশি বেশি বোলিং করানোর চেষ্টা করেছি। যাতে ওর আত্মবিশ্বাসটা ফিরে আসে। আমার আশা ছিল, অন্তত কিছু একটা করে জায়গা ধরে রাখুক নাসির।’

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ২৭ রানে অপরাজিত ছিলেন নাসির। বল হাতেও নেন উইকেট। ফেরান ‘বিপজ্জনক’ মইন আলিকে।

এছাড়া জাতীয় লিগে তিন ম্যাচের চার ইনিংসে ব্যাট হাতে আলো ছড়ান নাসির। যদিও বোলিংয়ে করার খুব একটা সুযোগ পাননি তিনি। ১০৯.৩৩ গড়ে ৩২৮ রান করেছেন নাসির। হাঁকিয়েছেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক।

তার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১০টি ইনিংসে ১৯৫ রানের পাশাপাশি শিকার করেছেন ৪টি উইকেট। আর ফিল্ডিংয়ে দেখিয়েছেন দারুণসব কারিশমা। তালুবন্দি করেছেন ৮টি ক্যাচও। ঢাকার হয়ে সেরা রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে নাসিরের নাম।

দেশের জার্সিতেও নাসিরের ক্যারিয়ার খুব একটা খারাপ না। একদিনের ক্রিকেটে ৫৮ ম্যাচ থেকে ১২৬২ রান করেছেন নাসির। যেখানে তাঁর গড় ৩২ এর উপরে। রয়েছে ১টি শতক আর ৬টি অর্ধশতকের ইনিংস।

কেবল ব্যাটিংয়েই নয়, বল হাতেও অনেকখানি সফল নাসির। ৫৮ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ২১টি উইকেট। যেখানে তাঁর বোলিং ইকোনমিক রেট ৪.৬১। টেস্টে ১৭ ম্যাচে ৯৭১ রানের পাশাপাশি ৮ উইকেট। টি-টোয়েন্টিতে ৩১ ম্যাচ থেকে করেছেন ৩৭০ রান। রয়েছে ৭টি উইকেটও।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com