ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে লেখালেখি করার অভিযোগে এক লেখকের লাশ সামাজিক কবরস্থানে দাফনে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার (০১ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহরাবহ গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। ওই লেখকের নাম জয়নাল আবেদীন। পেশায় ছিলেন পল্লী চিকিৎসক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ষাটোর্ধ্ব জয়নাল হৃদরোগে আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেলে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে গেল রোববার বাড়িতে মারা যান। পরদিন সকালে তার নামাজে জানাযা সময় নির্ধারণ করা হয়। ঠিক করা হয় গ্রামের সামাজিক কবরস্থানে দাফনের। বাদ সাধে মহরাবহ গ্রামের কয়েকজন ইমাম ও মুসল্লি। তারা দাবি করেন, জীবদ্দশায় এই লেখক তার ‘আমি মিকাইল বলছি’ বইতে বিভিন্ন ধর্মীয় বিষয়ে আঘাত হেনেছে। যার ফলে লাশ কবরস্থানে দাফন করা ঠিক হবে না। আর এই দাফন ঘিরেই তৈরি হয় দু’পক্ষের উত্তেজনা। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন জানান, এলাকার কয়েকজন হুজুরের কারণে এমনটা হয়েছে। পরে পুলিশের সহযোগিতায় ওই কবরস্থানেই তাকে দাফন করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি