বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কোনাবাড়িতে ৩ বাড়ির ৫৭ কক্ষে আগুন সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২৯ মামলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২ গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষেপল ডেনমার্ক! নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকারও বেশি) জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। তিনি দেশটিতে ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত আছেন।

সৌভাগ্যবান ওই বাংলাদেশি প্রবাসীর নাম আবুল মনসুর আব্দুস সবুর। ৫০ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিক আবু ধাবিতে থাকেন। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে এই লটারির টিকিট কিনছিলেন।

বৃহস্পতিবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

জানা গেছে, সব শেষ আবুল মনসুর আব্দুস সবুর ও তার কয়েকজন বন্ধু পাঁচটি টিকিট কিনেন। এর মধ্যে আব্দুস সবুরের টিকিটটি লটারি বিজয়ী হয়।

পুরস্কার জেতার পর র‌্যাফল ড্র অনুষ্ঠান থেকে আব্দুস সবুরকে ফোন দেয় লটারি কর্তৃপক্ষ। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। এ সময় তিনি ভাষা হারিয়ে ফেলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে, এত বড় লটারি জিতেছেন।

পুরস্কারের এই অর্থ দিয়ে কী করবেন? এমন প্রশ্নের জবাবে আব্দুস সবুর বলেন, এই অর্থ দিয়ে তিনি তার পরিবারকে সহায়তা করবেন। সেই সঙ্গে তার বহু দিনের স্বপ্ন নিজের একটি ব্যবসা, সেই স্বপ্ন এবার পূরণ করবেন।

আব্দুস সবুর বলেন, “আমি এখন এতটাই উচ্ছ্বসিত যে, আমি কী বলবো সেই ভাষা হারিয়ে ফেলেছি।”

চলতি অক্টোবরজুড়ে এ রকম গ্র্যান্ড প্রাইজ ছাড়াও প্রতিদিন একটি ২৪-ক্যারেট স্বর্ণের বার জেতার সুযোগ পাচ্ছেন টিকিট ক্রেতারা।

গত ২ অক্টোবর থেকে কেনা প্রতিটি টিকিট স্বয়ংক্রিয়ভাবে একটি ইলেকট্রনিক ড্রতে জায়গা পাচ্ছে, যা একজন ভাগ্যবান বিজয়ীকে প্রতিদিন একটি মূল্যবান স্বর্ণের বার জেতার সুযোগ দেবে। এছাড়া অক্টোবরে কেনা প্রতিটি টিকিট আগামী ৩ নভেম্বরের গ্র্যান্ড ড্রতেও পুরস্কার জেতার সুযোগ পাবে, যেখানে একজন সৌভাগ্যবান টিকিট ক্রেতা ২০ মিলিয়ন দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকারও বেশি) গ্রান্ড প্রাইজ জিতবেন।

এই পুরস্কারগুলো ছাড়াও টিকিট ক্রেতারা বিলাসবহুল গাড়ি জেতার সুযোগও পাবেন। একটি রেঞ্জ রোভার ভেলার এবং বিএমডব্লিউ ৮৪০আই গাড়ি জেতার সুযোগ থাকছে এই লটারিতে। আগামী ৩ ডিসেম্বর এই ড্র অনুষ্ঠিত হবে। 

সূত্র: খালিজ টাইমস

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com