সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শারজাহ শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল গফুর (৩৯) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিড়ি গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল গফুর শারজাহ শহরের বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় তিনি মারা যান। তার মরদেহের পাশে সেখানে অবস্থানরত কয়েকজন বাঙালি রয়েছেন।
নিহতের ভাই আবদুস সাত্তার গণমাধ্যমকে জানান, গত ৩০ বছর ধরে শারজাহ শহরে থাকেন আবদুল গফুর। আড়াই বছর আগে তিনি ছুটিতে এসেছিলেন। আগামী ১৫ দিনের মধ্যে আবার ছুটিতে আসার কথা ছিল। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা৭১নিউজ/এএম