করোনার রেশ কিছুটা কাটিয়ে উঠতেই সংযুক্ত আরব আমিরাতের শিল্পনগরী আজমানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ‘বাংলাদেশ স্পোর্টস ক্লাব’। রেডরোজ, এভারগ্রিন, ফোর স্কোয়ার আর ফর ইউ গ্রুপ এই চারটি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে, যা ইতোমধ্যে দারুণ সাড়া ফেলেছে প্রবাসীদের মাঝে।
আমিরাতে করোনা সংক্রমনের রেশ এখনো কাটেনি। কিন্তু বদ্ধঘরে টানা আর কত দিন? তাইতো দীর্ঘদিনের অবসাদ গুছিয়ে নিজেদের আরও একটু চাঙা করতে প্রবাসী বাংলাদেশিরা নিল ভিন্ন পন্থা। শিল্পনগরী আজমানে ‘বাংলাদেশ স্পোর্টস ক্লাব’ আয়োজন করল এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের।
কোভিডকালে সব স্বাস্থ্যবিধি মেনে এমন আয়োজন নিয়ে উচ্ছ্বসিত আয়োজকরা।
স্থানীয় বডি অ্যান্ড সোল্ড গ্রাউন্ডে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় সবার কণ্ঠে। আসরের প্রথম সেমিফাইনালে এভারগ্রিন ৫-২ রেড রোজকে এবং দ্বিতীয় সেমিতে ফোর স্কয়ার ৪-০ গোলে ফর ইউ গ্রুপকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
বাংলা৭১নিউজ/এএম