বৈধপথে রেমিট্যান্স বাড়াতে তিন দিনব্যাপী ‘প্রবাসী উৎসব’ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে শারজা এক্সপো সেন্টারে প্রধান অতিথি হিসেবে এই মেলা উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পঞ্চমবারের মতো এ উৎসবের আয়োজন করেছে আইডিয়া গ্যালারি।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে খুবই গুরুত্ব বহন করে। তাই দেশের উন্নয়নে ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সহযোগী হতে প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানো জরুরি।
প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীদের সকল যৌক্তিক দাবি সমূহের ব্যাপারে সরকার খুবই আন্তরিক। বিমানবন্দরে হয়রানি, সহজ উপায়ে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থাসহ যত পরামর্শ আমরা পাচ্ছি তা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
তিনি বলেন, সরকারের সমালোচনা করা ভালো, তবে সমালোচনা রাজনীতির উদ্দেশ্যে যেন না হয়। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, অর্থনীতি আর রাজনীতিকে এক করা উচিৎ না। দেশের সব ব্যাংককে প্রবাসীদের সেবার ব্যাপারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসের সিআইপি প্রমুখ।
বাংলাদেশ থেকে আসা ব্যাংক ও আমিরাতের বিভিন্ন মানি এক্সচেঞ্জ মিলে ২০টি প্রতিষ্ঠান উৎসবে স্টল নিয়ে নিজেদের উপস্থাপন করছে। উৎসবের আকর্ষণ বাড়াতে প্রবাসী শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব ও শাড়ি নিয়ে ফ্যাশন শো এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের রাখা হয়েছে। রোববার পর্যন্ত প্রতিদিন বিকেল ৪ থেকে রাত ১০টা পর্যন্ত নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে চলবে উৎসব।
বাংলা৭১নিউজ/এসএইচ