সংযুক্ত আরব আমিরাতের আজমানে দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন খোরশেদ আলম (৫৯) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী।
নিহত খোরশেদ আলম চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের দক্ষিণ বড় ঠাকুরপাড়া গ্রামের ডাবল এম এ খুইল্যা মিয়া সাহেবের বাড়ির আলী আহমদের ছেলে।
নিহতের প্রতিবেশী আমিরাতে অবস্থানরত প্রবাসী মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সোয়া ৮টা এবং আমিরাতের সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে আজমানের নাইমিয়া রোডের নিজস্ব ইলেকট্রিক কাম পাইপ পিটারের দোকান থেকে মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন খোরশেদ।
এসময় সড়ক পার হতে গেলে একটি দ্রুতগামি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলে প্রচুর রক্তপাতের পর সেখানকার পুলিশ তাঁকে উদ্ধার করে শারজাহ আল কাছিমিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসত তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, খোরশেদ দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তিনি প্রায় ৩২ বছর প্রবাস জীবন কাটিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা৭১নিউজ/এএস