রাজধানীর তেজগাঁওয়ে ৪০ তলাবিশিষ্ট বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করতে যাচ্ছে দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ, অপরদিকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জমির মালিক মো. সিদ্দিকুর রহমান ও মো. মিজানুর রহমান।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, ‘আমরা দেশের উন্নয়নে নিরবচ্ছিন্ন ভূমিকা রেখে যাচ্ছি। আবাসন খাতে আমরা সবসময়ই উন্নত ও ভালোকিছু করার সর্বাত্মক চেষ্টা করি। আমাদের এই প্রকল্পটিও হবে দৃষ্টিনন্দন ও আধুনিক প্রকল্প।
সে সময় আরও উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ তানভীরুল ইসলাম, ল্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মো. শরীফুল ইসলাম টুটুল, কোম্পানি সেক্রেটারি মো. পারভেজ আলম, সহকারী মহাব্যবস্থাপক মো. ইশতিয়াক হোসেন, অ্যাডভোকেট মো. জাহিদ হাসান প্রমুখ।
বাংলা৭১নিউজ/সর