শনিবার, ০৬ জুলাই ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সিলেটে বন্যা, এইচএসসি পরীক্ষা নিয়ে সংশয় কাটছে না! পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে : প্রধানমন্ত্রী দাবার বোর্ডেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া আটলান্টিকে নৌকাডুবি, ৮৯ অভিবাসীর মৃত্যু মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর আগমনে পদ্মা পাড়ে উৎসবের আমেজ সকালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক এসসিও-র শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী কেন গেলেন না? ব্রিটেনের নির্বাচন: লেবার পার্টির বিশাল জয়, সুনাকের পরাজয় প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান

‘আমার বাসার বুয়াও তো অনেক সম্মানের কাজ করে’ (ভিডিও)

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ১৯৫ বার পড়া হয়েছে

♦কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের বহিস্কৃত ডা. শারমিন

বাংলা৭১নিউজ,ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা না দিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয় চিকিৎসককে সাময়িক বহিষ্কার করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এর মধ্যেই কয়েকজন ডাক্তার এসব অভিযোগ অস্বিকার করে গণমাধ্যমে কথা বলেছেন। এমন স্বিদ্ধান্তের পর হাসপাতালটির ছয় ডাক্তারের একজন জুনির কনসালটেন্ট ডা. শারমিন হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি ওই ভিডিওতে বলেন , আমার তো মনে হয় বাসায় বুয়াকেও তো বিদায় করার আগ এক’শ বার চিন্তা করি যে, এই মেয়েটাকে কি ছেড়ে দিবো না দিবো না। আমার বাসার বুয়াও তো অনেক সম্মানের কাজ করে। এখানে কি আমাদের কাজ করা উচিৎ? এটা শুধু আমার কলঙ্ক না, এটা পুরো ডাক্তার সমাজের কলঙ্ক। আমাদের উচিৎ এদের বিরুদ্ধে রুখে দাড়ানো। দুই মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন , আপনারা সবাই জানেন অর্ডার বের হয়েছে , আমাকে সাসপেন্ড করা হয়েছে।

আমি দুু:খের সঙ্গে জানাচ্ছি , কেন আমাকে সাসপেন্ড করেছে এর আগে আমি কিছুই জানি না। আমার এর আগে রোস্টার ছিলো এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত। ওই দিনগুলোতে আমি টানা ডিউটি করে সাত তারিখ রাতে ডিউটি করে সকাল আট’টায় আমি বাসায় যাই। বাসায় যাওয়রার পর আমি আর কিছু জানি না। হাসপাতালের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিলো না।

নয় তারিখ তত্ত্বাবদায়ক স্যার আমাকে কোনো ইনফরমেশন বা টেলিফোনে যোগাযোগ না করে আমার বিরুদ্ধে ওনি স্বাস্থ্য অধিদপ্তরে নাম পাঠিয়েছে আমি নাকি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে রাজি নই , ইচ্ছুক নই। এমন কথা লিখিত বা মৌখিক ভাবে আমি স্যারের কাছে অথবা কারো কাছে প্রকাশ করেছি বলে আমার জানা নেই।

এখন আমি ডিউটি করে আট তারিখ আসার পরে একজন তত্ত্বাবদায়ক কিভাবে আমাকে নিয়ে একটা অর্ডার তৈরী করে স্বাস্থ্যমন্ত্রনালয়ে পাঠান? আমি নিজেও ভেবে পাচ্ছি না। যাই হোক সেখান থেকে অর্ডার হলো আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আমি যখন জানতে পারলাম তখন আমি অলরেডি সাসপেন্ড।

এই অর্ডার জানার পর সঙ্গে সঙ্গে আমি স্যারের কাছে গেলাম,স্যারক বল্লাম আমি তো ডিউটি করে আট তারিখ সকালে গেলাম।আমি কি এমন কথা আপনাকে বলেছি? যে আমি ডিউটি করতে ভয় পাচ্ছি। এমন কথা বলেছি বা লিখিত ভাবে দিয়েছি? তখন তিনি দু:খ প্রকাশ করলেন। এবং ঠিক করে দেয়ার আশ্বাস দিলেন।

আমি বল্লাম স্যার কিভাবে ঠিক করবেন? আমি বল্লাম আমি একটি অ্যাপ্লিকেশন করি আপনি এটা আমাকে ফরওর্য়াড দেন। তিনি বল্লেন এসব আমার কিছু লাগবে না।আমার একটি ফোনে যতেষ্ট। যাই হোক স্যারের হুমকি ধমকি খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বর’কে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে গেলাম। ওখানে আমার রোস্টারের কপি, হাজিরা খাতার কপি পর্যন্ত নিয়ে দেখালাম।

জিঙ্গেস করলাম কিভাবে সাসপেন্ড হয়, আমার সুস্থ মাথায় ধরছে না। আমার দোষটা কোথায়? আমাদের দেশে ডাক্তারদেও কি কোনো মূল্য নেই? আমার তো মনে হয় বাসায় বুয়াকেও তো বিদায় করার আগ এক’শ বার চিন্তা করি যে, এই মেয়েটাকে কি ছেড়ে দিবো না দিবো না।

আমার বাসার বুয়াও তো অনেক সম্মানের কাজ করে। এখানে কি আমাদের চাকুরি করা উচিৎ? এটা শুধু আমার কলঙ্ক না, এটা পুরো ডাক্তার সমাজের কলঙ্ক। আমাদের উচিৎ এদের বিরুদ্ধে রুখে দাড়ানো

বাংলা৭১নিউজ/সংগৃহিত: মানবজমিন

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com