বাংলা৭১নিউজ, ডেস্ক: ঘরের মাঠে অনেকদিন পর হারল বাংলাদেশ। শুধু হারল তা নয়। শততম জয় পাওয়াটাকে বিলম্বিত করল। ব্যর্থ করে দিল অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকতের অসাধারণ পারফরম্যান্সকে।
দিনশেষে মাশরাফি অবশ্য হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন। পাশাপাশি প্রশংসা করেছেন বোলারদের। প্রশংসা করেছেন মোসাদ্দেক হোসেনের।
ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন সিরিমনিতে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। উইকেট বেশ স্লো ছিল। দলের কেউ কেউ ২০-৩০ রান করে আউট হয়েছে। সেটা আর একটু বড় হওয়া দরকার ছিল। আমি মনে করি এই পিচে ২৪০ রান ভালো একটি স্কোর হত। তারপরও আমাদের বোলাররা দারুণ বল করেছে। আশা করছি পরের ম্যাচে শক্তভাবে ফিরে আসতে পারব। আফগানিস্তানকে অভিনন্দন।’
মোসাদ্দেকের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচে মোসাদ্দেক অসাধারণ পারফরম্যান্স করেছে। শেষ দিকে ব্যাট করতে নেমে ভালো ব্যাটিং করেছে। বল হাতেও দারুণ করেছে।’
বাংলা৭১নিউজ/এমএস