বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ : রিজওয়ানা হাসান সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনবে না সরকার অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ভাই-বোনের বিরোধ মিটে গেছে: শামীম ওসমান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬
  • ২০৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়ে গেছে বলে জানিয়েছেন দলের ভেতরে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত নেতা শামীম ওসমান। আইভীর সঙ্গে পুরনো বিরোধকে তিনি দেখছেন একই পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের মতো।

বিকালে বন্দরনগরীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শামীম ওসমান। তিনি জানান, শনিবার থেকেই আইভীর পক্ষে নারায়নগঞ্জ আওয়ামী লীগের সব পক্ষ এক হয়ে প্রচারে নামবে।

আগামী ২২ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে আইভী নারায়ণগঞ্জে যখন জোর প্রচারে ব্যস্ত তখন শামীম ওসমানের অনুসারীরা এখনও সেভাবে নির্বাচনী প্রচারে নামেননি। শামীম সংসদ সদস্য হওয়ায় তার অবশ্য নির্বাচনী প্রচারে নামতে আইনি বাধা হয়েছে।

আইভীর সঙ্গে শামীম ওসমানের দীর্ঘদিনের ‘শত্রুতাপূর্ণ’ সম্পর্কের প্রেক্ষিতে এই নির্বাচনে তার অবস্থান কী হবে সে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা কল্পনা। এই পরিপ্রেক্ষিতে শামীম ওসমানের ডাকা সংবাদ সম্মেলন নিয়ে বৃহস্পতিবার থেকেই কথা হচ্ছিল রাজনৈতিক অঙ্গনে।

শুক্রবারের সংবাদ সম্মেলনের শুরুতেই শামীম ওসমান স্বীকার করেন, মেয়র পদে আইভী তাদের পছন্দের প্রার্থী ছিলেন না। কিন্তু শেখ হাসিনা যেহেতু আইভীকে প্রার্থী নির্বাচন করেছেন, তাই তাকেই এখন নিজের প্রার্থী হিসেই ধরছেন শামীম। বলেন, এখন নৌকার বৈঠা আইভীর একার হাতে নয়, বড় ভাই হিসেবে শামীম ওসমানের হাতেও।

আইভীকে ছোট বড় আখ্যা দিয়ে শামীম ওসমান বলেন, তাদের মধ্যে যে বিরোধ ছিল, সেটা মিটে গেছে। ভোটে জয়ের পর আইভীর কাছে আইসক্রিম খেয়ে তাকে ‘শাস্তি’ দেয়ার কথাও বলেন শামীম ওসমান।

প্রকাশ্যে নৌকায় ভোট চাইলেও ভেতরে ভেতরে সাখাওয়াতের পক্ষে কাজ করছেন-এক সাংবাদিক শামীম ওসমানকে এমন প্রশ্ন করেন। তিনি বলেন, আওয়ামী লীগের সূত্র থেকে এমন খবর পেয়েছেন।

জবাবে শামীম ওসমান বলেন, ‘আমার কাছেও একটা সূত্র আছে। বাংলাদেশের ৯৯.৯ পার্সেন্ট সাংবাদিক হচ্ছেন ভালো। তারা যেটা নিউজ পান, সেটা লেখেন। আর সূত্র বলে, কিছু সাংবাদিক আছে, যারা ওই দুইটা পত্রিকা মার্কা, যাদের পত্রিকা আমাদের নেত্রী পার্লামেন্টে বলে দিয়েছেন পড়ে না। আমাদের সূত্র বলে সেই পত্রিকাগুলোতে যারা সাংবাদিকতা করেন, তারা বিভিন্ন স্বার্থের বিনিময়ে এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে তারা চান আমাদের দলীয় প্রার্থীকে দুর্বল করার জন্য।’

শামীম ওসমান বলেন, ‘আমরা কী করবো, সেটা তো বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয় হবে। আগামীকাল থেকে টের পাবেন নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ। এরপর হয়ত আপনি এই প্রশ্নটা আর করবেন না।’

নিজে যেতে না পারলেও শনিবার থেকে নিজের নেতাকর্মীদের নৌকার পক্ষে ভোটের প্রচারে পাঠাবেন জানিয়ে শামীম বলেন, “আগামীকাল থেকে প্রতিটি অলিতে-গলিতে মানুষের পায়ে হাত দিয়ে আমার নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চাইবে।”

অন্য এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘একটা ধাক্কা আসে, একটা ঝড় আসে, একটা বিভেদ আসে, স্বামী স্ত্রীর ঝগড়া হয়। বউ এর সঙ্গে ঝগড়া হলে কি বউ ছেড়ে দেবেন? আর ও (আইভী) তো আমার ছোট বোন।’

আইভী ও শামীম ওসমান নানা সময় একে অন্যকে আক্রমণ করে কথা বলেছেন। এই প্রসঙ্গটির উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘ও একলা বলছে? আমি কি বলি নাই? ওকি আমাকে একলা কথা বলে কষ্ট দিয়েছে? আমার কথাতেও তো সে কষ্ট পেয়েছে। যদি ও একটুখানি ভুল করে, আমি বেশি করেছি, কারণ আমি বড় ভাই। আর রাজনীতি করতে গেলে মন অনেক বড় করতে হয়, আকাশের মতো বড়।’

শামীম ওসমান বলেন, ‘আমরা শেখ হাসিনার পায়ের নখের যোগ্য না। বাট একটা জিনিস ওনার কাছে শিখেছি ধৈর্য্য ধরতে হয়। আল্লাহ ধৈর্য্যধারীদেরকে পছন্দ করেন। যে ক্ষমা করতে পারেন, আল্লাহ তাকে সব চেয়ে বেশি পছন্দ করেন।’

২২ তারিখের ভোটে নৌকার জয় সুনিশ্চিত জানিয়ে শামীম ওসমান বলেন, ‘যদি আইভী নাও নামে, শামীম ওসমান যদি নাও নামে, এখানে একজন যদি না নামে তাও নৌকা পাস করবে। কারণ এই নৌকা আইভীর না, এই নৌকা শামীম ওসমানের না। এই নৌকার মালিক শেখ হাসিনা, এই নৌকার মালিক বঙ্গবন্ধু, এই নৌকা স্বাধীনতার প্রতীক।’

শামীম ওসমান এরপর আবার বলেন, ‘আইভীর প্রতি আমার রাগ, দুঃখ কিছু নাই। বিকজ সি ইন মাই ইয়ঙগার সিস্টার। তার চেয়েও বড় কথা হচ্ছে আমার শেখ হাসিনা, আমার নেত্রী, আমার আদর্শ, আমার মা যে নির্দেশ দিয়েছেন, এর বাইরে কোনো চিন্তার অবকাশ ছিল না, আজও নাই মৃত্যুর আগ পর্যন্ত থাকবে না।’

কোনো ধরনের চাপে পড়ে এই সংবাদ সম্মেলন কি না-শামীম ওসমানকে এমন একটি প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে।

জবাবে শামীম বলেন, ‘চাপে পড়া? একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমাকে চাপ দিয়ে কেউ কিছু করাতে পারবে না।’ তিনি বলেন, ‘আমি কোনো নাটক করে কথা বলি না, যা বলি স্পষ্ট করে কথা বলি। এ জন্য আমার শত্রুও নির্ধারিত, আমার মিত্রও নির্ধারিত।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com