বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, আমাদের এই ছোট দেশ এত রোহিঙ্গার চাপ নিতে পারবে না। রোহিঙ্গাদের সারা জীবনের জন্য রেখে দেয়ার শক্তি আমাদের নেই এবং আমরা রাখতেও পারব না। আমাদের যেটুকু আছে তা দিয়ে কিছু সময় তাদের সাহায্য করতে পারব। শুক্রবার দুপুরে আখাউড়া উপজেলার ধলেশ্বর রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে পিইসি, জেএসসি, জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মিয়ানমার সরকার অহেতুক সমস্যা তৈরি করে রোহিঙ্গাদের উপর যে অত্যাচার নির্যাতন করছে তা বন্ধ করতে হবে। তাদের ভিটে মাটিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই আপনাদের মধ্যে যদি মনুষত্ব থেকে থাকে আর আপনাদের মধ্যে যদি মানবাধিকারের কোন লেসফেস থেকে থাকে তাহলে রোহিঙ্গাদের দিকে তাকান। মিয়ানমার সরকারের ওপর চাপ সৃস্টি করুন রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফিরিয়ে নিতে। তিনি আরও বলেন, মিয়ারমারের রাখাইন রাজ্যে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেক দিন নাফ নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রোহিঙ্গারা আসছে।
উপজেলার ধলেশ্বর রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আকছির এম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তৃতা রাখেন আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, আবুল কাশেম ভূইয়া প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস