সোমবার, ০৬ মে ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

‘আমাকে খুশি করো, কাজ পাবে’, বলেছেন পরিচালক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৫৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: কাজের বিনিময়ে যৌনসুবিধা আদায়ের চেষ্টার খবরে ফের তোলপাড় ভারতের বিনোদন দুনিয়া। ‘খিচড়ি’ টেলিভিশন শোতে শিশুশিল্পী হিসেবে প্রথম জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেত্রী রিচা ভদ্র। সেই তিনিই প্রকাশ্যে বললেন, কাস্টিং কাউচের শিকার হয়েছেন।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন রিচা ভদ্র। বলেন, তাঁর বিয়ের পরে একজন কাস্টিং ডিরেক্টর তাঁকে বলেছিলেন, কাজ পেতে হলে সন্তুষ্ট রাখতে।

“প্রথম দিকে আমি কাস্টিং কাউচ সংক্রান্ত কোনো অভিজ্ঞতার শিকার হইনি। আমার বিয়ের পরে বেশ কয়েকটি জায়গায় অডিশন দিতে গিয়েছিলাম। তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে কম্প্রোমাইজ করতে বলা হয়েছিল। একজন কাস্টিং ডিরেক্টর বলেছিলেন, ‘আমাকে খুশি করো, আমি তোমাকে কাজ দেবো’,” বলেন রিচা।

‘খিচড়ি’ টিভি শোতে রিচা ভদ্র ছিলেন হানসা ও প্রফুল্লর মেয়ে চিক্কির ভূমিকায়। কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা শেয়ার করে রিচা বলেন, ‘আমাকে একটি হোটেলে ডেকে পাঠিয়েছিলেন ওই কাস্টিং ডিরেক্টর। কিন্তু আমি তাঁকে বলি, কফিশপে দেখা করতে চাই। এর পরে আমার ইন্ডাস্ট্রিতে সমস্ত আশা-আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়। শিল্পী হিসেবে যে ইমেজ আমি তৈরি করেছিলাম, সেটা আর ভেঙে ফেলতে চাইনি।’

ফের টেলিভিশনে ফেরার চেষ্টা করেছিলেন রিচা ভদ্র, কিন্তু খুব বেশি সাহসী চরিত্রের জন্য তিনি নিজেকে যোগ্য বলে মনে করেন না। রিচা বলেন, ‘আমি আমার পরিবার বা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো সাহসী চরিত্রে অভিনয় করতে পারব না। শিশুশিল্পী হিসেবে আমি সব সময় খুব ঘেরাটোপের মধ্যে থাকতাম। সব সময় পরিবার পাশে থাকত।’

ইন্ডাস্ট্রিতে মোটা শরীর নিয়ে নানা কটূক্তির শিকার হচ্ছেন অভিনেত্রীরা। এই কদিন আগেই বলিউড নায়িকা বিদ্যা বালান তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন। রিচাও স্বীকার করলেন। বললেন, ‘বহু সেলিব্রেটিই আজকাল বডি শেমিংয়ের শিকার হচ্ছেন। আমাকেও মাঝেমধ্যেই বলা হয়েছে তোমাকে মোটা মেয়ের চরিত্রে মানাবে। আমি কোনো ট্যাগ চাই না। শুধু ইন্ডাস্ট্রির প্রয়োজনে ওজন ঝরানোয় আমি বিশ্বাসী নই।’

একটি বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা পরামর্শক হিসেবে কাজ করেন রিচা ভদ্র। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “মানুষ আমাকে চিনত, তাঁরা আমায় জিজ্ঞেস করত, ‘এখানে তুমি কী করছ?’ তাঁদের বোঝানো সত্যিই কঠিন।”

রিচা ভদ্রকে ‘বা বহু অউর বেবি’, ‘মিসেস টেন্ডুলকার’সহ বেশ কয়েকটি টিভি শোতে দেখা গেছে।

বাংলা৭১নিউজ/সূত্র:এনডিটিভি,হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com