বাংলা৭১নিউজ ডেস্ক: একটি হৃদয়ের কাছে সমর্পণ করবো আমার সত্তা
শারীরিক সৌন্দর্য নয়, চেয়েছি হদয়ের রূপ।
একটি সত্যাশ্রয়ী আত্মা শত শত গোলাপ ফোঁটাতে পারে,
একটি বিশুদ্ধ চিত্ত পারে সভ্যতার পতন ঠেকাতে।
তোমার অনেক কিছুই আছে, তোমার কিছুই নেই!
তোমার টানা টানা চোখ আছে, চাহনি নেই;
তুমি তাকাতে পারো, দেখতে পারো না;
তোমার ওষ্ঠে মধ্যাকর্ষণ শক্তি, অনাবিল আদর নেই;
আপাদমস্তক আগুন নিয়ে ঘুরে বেড়াও, অন্তরে আলো দেখি না।
আমার চক্ষু শীতল হবে কোথায়?
একজন বিশ্বাসী মানবী একটি পরিপূর্ণ বৃক্ষ
তার বুকেই আছে সবুজ শুশ্রূষা
একটি হৃদয় আমাকে আরোগ্য দিতে পারে
সরল চোখেই হবে আমার সূর্যোদয়।
আমি বরাবরই একটি হৃদয় চেয়েছি
চোখের ভাষায় চেয়েছি মনের মিশ্রণ
কোমল করতলে হৃদ্যতার রেখা
অন্তরের তুলি দিয়ে আঁকা আকাঙ্ক্ষার অবয়ব।
আমি আজন্ম একটি বুক চেয়েছি
বুক দিয়েই গড়ে নিবো প্রেমের পবিত্র মুখ
তোমাকে সুন্দরী অপ্সরী ললনা হতে হবে না
মানবিক মায়া নিয়ে একবার মুখ তুলে চাও।
আমার বুকের কাছে আমরণ মায়া হয়ে রও,
মেয়ে, নাই-বা হলে রূপবতী, হৃদয়বতী হও।
লেখক: তানিম ইশতিয়াক
বাংলা৭১নিউজ/সিএইস