বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাহফুজ আলম নতুন তথ্য উপদেষ্টা জুলাইয়ে কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় গ্যাসের দাম এক টাকা বাড়ানোরও যুক্তি নেই: জোনায়েদ সাকি এপ্রিলে কর্ম ভিসার নতুন আবেদন প্রক্রিয়া শুরু কর‌বে ইতা‌লি এবারও ২৫ মার্চ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ রাজধানীতে খালের টেকসই উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক পাকিস্তানকে ৪০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের, দুশ্চিন্তায় দিল্লি প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেট অবরোধ : ঘটনাস্থলে সেনা সদস্যরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা বাংলাদেশ ও রাশিয়া সহযোগিতা অব্যাহত থাকবে ১৯ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার সাড়ে ১০ হাজার ছাড়ালো স্ত্রী-মাসহ সাঈদ খোকনের ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ, জব্দ বাড়ি নতুন ছাত্র সংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ যাকাত সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করে: কাদের গনি চৌধুরী মহাখালীতে রাস্তা অবরোধ, তীব্র যানজট স্ত্রী-সন্তানসহ এনায়েত উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগেই হাতাহাতি ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১১ মার্চ আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই: ডা. শফিকুর রহমান

আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই: ডা. শফিকুর রহমান

পঞ্চগড় প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিনে পঞ্চগড়ের করোতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবিতে মৃত হিন্দু ধর্মালম্বী ভুপেন্দ্রনাথ ও রুপালী রানীর শিশু সন্তান দিপুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে লাখো মানুষের উপস্থিতিতে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় এই ঘোষণা দেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। 

এসময় তিনি বলেন, ১৫ মাস জেল খাটার পর আমি প্রথমে পঞ্চগড় সফর করি। এসময় আমি এই শিশুটির বাড়িতে গিয়ে তাদের দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি দেই । কিন্তু আমি দেখলাম আমরা যাবার পরের দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য ও তার স্ত্রী গিয়েছেন। তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন। ভালো। খুশি হলাম।

যাক তাদের অভিভাবক পাওয়া গেলো। পরে আমি এই শিশুদের প্রতিবেশিদের জিজ্ঞেস করলাম যারা তাদের দায়িত্ব নিয়েছিলো তারা কি প্রতিমাসে খবর নেয়। তারা বলে, না খবর নেয়নি। আজকে তাকে কোলে নেয়ার সুযোগ হলো। এই দিপু যতোদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে, ততোদিন পর্যন্ত তার সকল দায়িত্ব আমাদের।

প্রতিমাসের ১ তারিখে আমরা তার বাড়িতে পৌঁছে যাবো। আমরা এই দেশে মেজরিটি মাইনরিটি মানিনা। আমরা মানবতাকে টুকরা টুকরা দেখতে চাইনা। সংখ্যালঘু আর নিজেদেরকে বলবেন না। কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু। এই দেশে যে জন্ম নিয়েছে সেইই এই দেশের গর্বিত নাগরিক।

আমরা নাগরিকদের ভাগ বাটোয়ারা কোন ধর্ম বা দলের ভিত্তিতে গড়ার পক্ষে নই। এই বোধ ছিলো অতীতে পতিত স্বৈরাচারের। তারা এই জাতিকে ভেঙ্গে টুকরা টুকরা করে মুখোমুখি লাগিয়ে রেখেছিলো।

তিনি বলেন, যে দেশের জনগণ ঐক্য বদ্ধ থাকতে পারেনা সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সাথে দাঁড়াতে পারেনা। স্বাধীনতার ৫৪ বছর গেলো আর কতো বছর আমাদেরকে এভাবে টুকরা টুকরা করে রাখা হবে। আমাদের ঘোষণা আমরা কোন মেজরিটি মাইনরিটি মানিনা।

আমরা আমাদের প্রতিবেশিকে কষ্ট দিতে চাইনা। তবে আমাদের প্রতিবেশিও যেন আমাদের উপর এমন কোন কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয় অপমান জনক। যদি এরকম কিছু তারা করেন তাহলে দেশের স্বার্থে ভূমিকা পালন করতে আমরা কারও চোখের দিকে তাকাবোনা।

 এসময় তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশকে আর গডফাদারের দেশ দেখতে চাইনা, গড মাদারের দেশ  দেখতে চাইনা, মাফিয়াতন্ত্রের দেশ দেখতে চাইনা, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাইনা। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগষ্ট পর্যন্ত যারা ফ্যাসিবাদের হাতে প্রাণ হারিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি। 

যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, জেগে উঠতে হবে। আমরা আপনাদের সাথে আছি। মানুষের মুক্তির মিছিলে আমি পিছায়ে থাকবোনা ইনশাল্লাহ আমি তোমাদের সামনে থাকবো।

আমাদেরকে কেউ কেউ এখনো মাঝে মাঝে ভয় দেখান, ধিক্কার দেখান, তারা বলে এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হবে, আরে ভাই কারে ফাঁসির ভয় দেখান, যারা শহীদ হওয়ার জন্য উম্মুখ, যারা পাগল তাদেরকে ফাঁসির ভয় দেখান? এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হতোনা,পাটাতনের উপর দাঁড়াতে হতোনা এবং ফাঁসির রশি গলায় নিতে হতোনা। তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে। সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখাবেন না কেউ। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেয় আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করবো যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ায় শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্যও বেকারত্বের অভিশাপ নিতে হবেনা। শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে সেই সাথে কাজের অফার লেটারও আসবে।

জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুল হালিম , কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ্য মাওয়ালানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি ( জাগপা);র সভাপতি তাসমিয়া প্রধান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মুরসেদ তুহিন, বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক দেলোয়ার হোসেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com