বাংলা৭১নিউজ, তালুকদার মোঃ কামাল, আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৬জন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত অবস্থায় পটুয়াখলী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪জনকে।
আজ বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় আমতলী উপজেলার ছুরিকাটা নামক স্থানে বরিশালগামী আল্লাহ ভরসা (পটুয়াখালী-ব ১১-০০৩০) যাত্রীবাহি বাসের সাথে তালতলীগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিন মাসের শিশুসহ ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। আহত চারজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ড্রাইভার মারা যায়।
এদিকে, আমতলী উপজেলার কুয়াকাটা বরিশাল মহাসড়কের ছুরিকাটা নামক স্থানে বরিশালগামী আল্লাহ ভরসা নামক একটি যাত্রীবাহী বাসের সাথে আমতলী থেকে তালতলীগামী একটি যাত্রীবাহি মাহিন্দ্রার সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই শিক্ষিকা ছালমা বেগম (৪০), চাঁন মিয়া (৪৮), শানু হাং (৪০), ৩ মাসের শিশু এবং ২ জন অজ্ঞাত (৭০) মারা যায়।
গুরুত্বর আহত অপর চারজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে হানিফ (৩৫) নামক ড্রাইভার মারা যায়। অন্য ৩জন হলেন জসিম (৪৮), জাহিদুল ইসলাম (৩৫), ফাতেমা (৩৫)। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
বাংলা৭১নিউজ/জেএস