বাংলা৭১নিউজ,(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের মিজান আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ২টার দিকে হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন সদর উপজেলার বেতগঞ্জ এলাকার জায়ফরপুর গ্রামের কানাই লাল দে’র ছেলে সনজু কুমার দে (২৫)। সকালে তাকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ জানালা দিয়ে দেখেন মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তাৎক্ষণিকভাবে খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সুনামগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, মিজান হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে
বাংলা৭১নিউজ/এস আর