বাংলা৭১নিউজ,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শতভাগ আবাসিক সুবিধার নিশ্চয়তার আশ্বাস নিয়ে ১৯৫৩ সালে যাত্রা শুরু করে দেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। কিন্তু প্রতিষ্ঠার ৬৫ বছরেও বিশ্ববিদ্যালয়টির ৭৬ শতাংশ শিক্ষার্থীই আবাসিক সুবিধা থেকে বঞ্চিত রয়ে গেছে। এরপরও প্রায় প্রতি বছর নতুন নতুন বিভাগ খোলা হলেও নতুন আবাসিক হল নির্মাণে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৭ হাজার ২৪৮ জন। তার মধ্যে এমফিল ১০৬, পিএইচডি ৪৩, গবেষক ১৪৯ জন। আর আবাসন সুবিধার জন্য রয়েছে ১৭টি আবাসিক হল। ছাত্রদের ১১টি হলের মধ্যে শের-ই-বাংলা ফজলুল হক আবাসিক হলের আসন ৩১২টি, শাহ মখদুম হলে ৪৩৪, নবাব আব্দুল লতিফ হলে ৩১৯, সৈয়দ আমীর আলী হলে ৪১০, শহীদ শামসুজ্জোহা হলে ৪৩১, শহীদ হবিবুর রহমানে ৭২৮, মতিহার হলে ২৮৮, মাদার বখশ হলে ৫৮৪, শহীদ সোহরাওয়ার্দী হলে ৫৯২, শহীদ জিয়াউর রহমান ৫৯৮ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৯৪টি আসন রয়েছে। ছাত্রদের আবাসিক হলে মোট আসন ৫ হাজার ১৯০টি।
বাংলা৭১নিউজ/এস আর