মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

আবার বাড়ল সোনার দাম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭
  • ১৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে মানভেদে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৫৮ টাকা বেড়েছে। নতুন মূল্য আজ থেকে কার্যকর হবে।

শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ৭ ডিসেম্বর ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা কমানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৬ হাজার ৭৩ টাকা। শনিবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ৪৪ হাজার ৩২ টাকা ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৩৮ হাজার ৪৯১ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৪ হাজার ৭৯০ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৬৯০ টাকা ও ১৮ ক্যারেট ৩৭ হাজার ৩৩ টাকা।

ভরিতে ২২ ক্যারেটে এক হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ৩৪২ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে এক হাজার ৪৫৮ টাকা বেড়েছে।

আজ থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২৫ হাজার ৭৮ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৪ হাজার ২৮ টাকা। এক্ষেত্রে দাম বেড়েছে এক হাজার ৫০ টাকা।

স্বর্ণের সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম বেড়ে হচ্ছে ১ হাজার ১০৮ টাকা। বর্তমানে দাম এক হাজার ৫০ টাকা।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com