বাংলা৭১নিউজ, চট্টগ্রাম: পরস্পরকে খুনি, পাগল বলে আখ্যায়িত করার পর আবারও এক মঞ্চে হাত তুলে হাসি মুখে বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের প্রাক্তন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন।
তারা দুজনই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক। মাত্র এক সপ্তাহ আগে লালদীঘির মাঠে নিজ দলের মেয়র আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে আ জ ম নাছিরের বিরুদ্ধে খুনের তথ্য রয়েছে বলেও অভিযোগ তোলেন মহিউদ্দিন চৌধুরী। এর জবাবে মহিউদ্দিন চৌধুরীকে পাগল বলেও আখ্যা দেন আ জ ম নাছির উদ্দিন।
এমন গরম বক্তব্যের পর সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নগর আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর দিবসের আলোচনা সভায় আ জ ম নাছিরকে কাছে ডেকে নেন মহিউদ্দিন চৌধুরী। এরপর দুজন হাত তুলে জনতার উদ্দেশ্যে নিজেদের ঐক্য প্রকাশ করেন মহিউদ্দিন চৌধুরী।
এ সময় আ জ ম নাছির হাসিমুখে সমাবেশ মঞ্চে মহিউদ্দিনের পাশে দাঁড়ান। মহিউদ্দিন নাছিরের হাত উপরে তুলে ধরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এই সময় পুরো এলাকা হাততালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, বক্তব্য দেওয়ার সময় আমি অনেক কিছু বলেছি। কেন বলেছি সেটা আজকে না-ই বা বললাম। আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে চলব। আমরা একই ঘরে আছি। পদবির জন্য প্রতিযোগিতা হতে পারে। ভেতরে অনেক কিছু থাকতে পারে। তার অর্থ খুনোখুনি নয়, মারামারি নয়। আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি। আমি এবং আ জ ম নাছির দুজন মিলে এই চট্টগ্রামে যেসব সমস্যা আছে সেগুলো ঐক্যবদ্ধভাবে সমাধান করব।
এ সময় আ জ ম নাছির উদ্দিন দলের সভাপতি হিসেবে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন।
বাংলা৭১নিউজ/এম