বাংলা৭১নিউজ ডেস্ক: ব্র্যান্ডিং এর ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য নবমবারের মতো অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড অ্যাওয়ার্ডে পরপর দ্বিতীয়বারের মতো সেরা ব্র্যান্ড বা ‘বেস্ট ওভার অল ব্র্যান্ড’ পুরস্কার জিতেছে গ্রামীণফোন। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা এ প্রতিষ্ঠানটি ‘বেস্ট টেলিকম ব্র্যান্ড’ এবং `মোস্ট কনসিস্টেন্ট ব্র্যান্ড` পুরস্কার জিতেছে।
বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড গবেষণা প্রতিষ্ঠান ক্যান্টার মিলওয়ার্ড ব্রাউনের সহযোগিতায় এ পুরস্কার প্রদান করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হোসেনের কাছ থেকে গ্রামীণফোনের হয়ে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও ইয়াসির আজমান।
উল্লেখ্য, ৪ হাজার ৮০০ নমুনা নিয়ে দেশজুড়ে ক্যান্টার মিলওয়ার্ড ব্রাউন পরিচালিত জরিপের ওপর ভিত্তি করে ৩৫টি বিভাগে এ পুরস্কার প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/সিএইস