নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচরণা জমে উঠেছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে গণসংযোগ করছেন তারা। ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ অন্যান্য প্রার্থীরা।
শুক্রবার সকাল ১০টায় ১৩ নম্বর ওয়ার্ডে নগরীর জামতলা এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট চান এবং বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দেন।
পরে সাংবাদিকদের আইভী বলেন, ‘জনগণ আবারো সেবা করার সুযোগ দিলে উন্নয়নের অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে চান।’
এদিকে, একই সময় ৬ নম্বর ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তৈমুর আলম খন্দকার। পরে আদমজী, সুমিলপাড়া ও বিহারি কলোনিসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে হাতি প্রতীকে ভোট চান। জনগণ নির্বাচিত করলে নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন তৈমুর।
বাংলা৭১নিউজ/এসএইচ