বাংলা৭১নিউজ,ঢাকা: আবারো বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২শ’ ২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। আজ এই সিদ্ধান্ত জানায় বাজুস।
আন্তর্জাতিক বাজারের সাথে সোনার দাম সমন্বয় করতেই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন এই দাম আগামী শনিবার থেকে কার্যকর হবে। নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট সোনা ৪৫ হাজার ২৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ৩৮ হাজার ৬০৮ টাকায় বিক্রি হবে। এর আগে গত ৩১ জুন প্রতিভরি সোনার দাম ১ হাজার ৫শ ১৬ টাকা কমিয়েছিল বাজুস।
বাংলা৭১নিউজ/এসএইস