মান-অভিমান ভুলে ফের এক হলেন তারকা দম্পতি রাজ-পরীমণি। পুত্র শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালন করতে তাদের একসঙ্গে দেখা যায়।
বুধবার (১৬ আগস্ট) রাতে পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মদিন উদযাপন করে টিএম ফিল্মস। এসময় উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।
সেখানে সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরীমণি। সময়টা বেশ উপভোগ করেছেন এই দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস।
তার একটি ছবিতে দেখা যায়, রাজকে জড়িয়ে ধরে আছেন পরীমণি। একটি ভিডিওতে দেখা যায়, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরীমণি। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটেন তারা।
তাদের এই আনন্দঘন মুহূর্ত দেখে ভক্তরাও বেশ উপভোগ করছেন। দুজনকে ফের একসঙ্গে দেখে নেটিজেনদের ধারণা, সব বিতর্ক পেছনে ফেলে ছেলের টানে আবারো মিলে গেলেন রাজ-পরীমণি।
গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবণতি ঘটতে থাকে।
এরই মাঝে ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেন পরীমণি। সেখানেও দেখা মেলেনি রাজের। এরপর ভক্তরাও ধরে নেন, তাহলে বোধ হয় আর একসঙ্গে দেখা মিলছে না এই দম্পতির। সেই গুঞ্জনে পানি ঢেলে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমণি।
বাংলা৭১নিউজ/এসএইচ