বাংলা৭১নিউজ,ডেস্ক: গতি থিয়েটার ঢাকা সারা বছরব্যাপী তাদের নিজস্ব কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত মঞ্চনাটক ‘শিকারী’ আবারও পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে মঞ্চস্থ করতে যাচ্ছে। আগামীকাল ১২ নভেম্বর সন্ধ্যা ৬ টায় নাটকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে।
‘শিকারী’ একদিকে বন্দিদশা অন্যদিকে বাধার সমস্ত দেয়াল দলিত করে মুক্ত প্রাণের নিজেকে খুঁজে পাবার গল্প। “জেগে ওঠো, নয়তো বিলীন হয়ে যাও।” এমন গল্পের শুরুটা অনেক কাল আগের। গতি থিয়েটারের প্রধান সম্পাদক বলেন, রাঙ্গামাটিতে একটা সময় নাটকের চর্চা নিয়মিত থাকলেও বর্তমানে তা নানা কারণে বিশেষ করে পৃষ্টপোষকতার অভাবে নিয়মিত নাটক মঞ্চস্থ হয় না। কিন্তু এখানকার দর্শক সব সময়ই নাটক দেখার জন্য আকুল হয়ে থাকেন।তাই নাট্যমোদী দর্শকের কথা বিবেচনা করে দলের নিজস্ব অর্থ ব্যয়ে রাঙামাটিতে আবারও নাটক মঞ্চস্থ করতে যাচ্ছি আমরা’।