সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

আবারও কুমিল্লার ফল বিপর্যয় : এমন দুরাবস্থায় প্রধানমন্ত্রীর প্রশ্ন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ১০৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: চলতি বছরের এসএসসির ধারাবাহিকতায় এইচএসসিতেও ফল বিপর্যয় হলো কুমিল্লা শিক্ষাবোর্ডে। সেখানে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের অর্ধেকও পাস করতে পারেনি।

বারবার এই বোর্ডে কেন ফল বিপর্যয় হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সব বোর্ডের মধ্যে একটা বোর্ডের ফলাফল খারাপ, কেন তা হয়েছে আমি জানি না।’

আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গ্রহণ করে শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, ‘ওই এলাকা (কুমিল্লা) থেকে এত বড় বড় অফিসার আসে। কুমিল্লায় এই দুরাবস্থা কেন?’।

চলতি বছর এসএসসি পরীক্ষাতেও কুমিল্লা বোর্ডের ফল বিপর্যয় ছিল আলোচিত বিষয়। মাধ্যমিকে সারা দেশে গড় পাসের হার যেখানে ছিলো ৮০ দশমিক ৩৫ শতাংশ, সেখানে কুমিল্লায় তা ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ। এই ঘটনা তদন্তে সে সময় কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু পরে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এইচএসসিতেও কুমিল্লা বোর্ডই সবচেয়ে খারাপ ফলাফল করলো। সারা দেশে এইচএসসি ও সমমানে যেখানে পাসের হার ৬৮.৯১ শতাংশ সেখানে কুমিল্লা বোর্ডে এই হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। অর্থাৎ প্রতি দুই জনের একজন শিক্ষার্থীই ফেল করেছে সেখানে।

চলতি বছর এইচএসসি ও সমমানে কুমিল্লা বোর্ড থেকে অংশ নেয় এক লাখ ৩৭২ জন। এদের মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন। এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৬৭৮ জন। অর্থাৎ যারা পাস করেছে তাদের মধ্যে ১.৩৬ শতাংশ সর্বোচ্চ জিপিএ পেয়েছে। সারাদেশে এই হার ৪.৭৩ শতাংশ।

কুমিল্লায় কেন বারবার ফল বিপর্যয় হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের মূখ্য সচিব (কামাল আবদুল নাসের চৌধুরী) থেকে সবইতো কুমিল্লার। তিনি এখানে বসে আছেন। তাঁর সামনেই বলি, সব বড় বড় অফিসারের বাড়ি কুমিল্লায়। এর আগের মন্ত্রিপরিষদ সচিবের বাড়িও কুমিল্লায়। কুমিল্লা কেন এত পিছিয়ে থাকবে। ঢাকার এত কাছে। এ বিষয়গুলোতে বিশেষ করে নজর দেয়া উচিত।’

খোদ শিক্ষামন্ত্রীর কুমিল্লার বিষয়টি নিয়ে চিন্তিত। সচিবালয়ে তিনি সাংবাদিকদেরকে বলেন, ‘তাৎক্ষণিকভাবে আমরা কারণটি বলতে পারবো না, এটা পর্যালোচনা করে আপনাদেরকে মূল কারণটা বলতে পারবো।’

সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান …ও। তার কাছে ফল বিপর্যয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনও এই বিষয়ে কিছু বলতে চাই না। মন্ত্রী মহোদয় বলেছেন, এটি পর্যালোচনা করে আমরা জানব।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com