আগামী সপ্তাহ থেকে আবারও কয়েক দফায় কর্মী ছাঁটাই শুরু করতে পারে ফেবুকের নির্মাতা মেটাভার্স। এতে চাকরি হারাতে পারে ১৩ শতাংশ কর্মী। শুক্রবার (১০ মার্চ) এমনই সম্ভাবনার কথা জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।
এর আগে মাত্র ৪ মাস আগেই মেটা প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে। আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া ছাটায়ের তালিকায় থাকবেন মূলত অপ্রকৌশলী কর্মকর্তারা।
এছাড়া কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে বেশ কিছু প্রজেক্টের কাজ স্থগিত করেছে সংস্থাটি। তবে এ বিষয়ে তাৎক্ষনিক কোনো মন্তব্য করেনি তারা।
বাংলা৭১নিউজ/এবি