বাংলা৭১নিউজ, সিলেট প্রতিনিধি:
ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের মদনমোহন কলেজের সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, “ব্যবসায় ১৫ শতাংশ ভ্যাট বাস্তবায়ন এই বছর থেকেই হবে। এটা পেছানোর কোনো সুযোগ নেই।”
এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বিজিত দাসসহ অনেকে।
এর আগে, মদনমোহন কলেজ সরকারীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবুল মাল আবদুল মুহিত।
বাংলা৭১নিউজ/জেএস