মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে ওআইসি যা বলল

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪২ বার পড়া হয়েছে

আফগানিস্তানের চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। ওআইসি-এর ৫৭টি সদস্য দেশের শীর্ষ প্রতিনিধিরা বৈঠকে আফগানিস্তানের ভবিষ্যত নেতৃবৃন্দকে জাতীয় পুনর্গঠন ও জাতিসংঘের সনদ ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। 

রবিবার (২২ আগস্ট) ইসলামিক সামিটের বর্তমান অধিবেশনের সভাপতি সৌদি আরবের আহ্বানে জরুরি এ বৈঠকে অনুষ্ঠিত হয়। সৌদির জেদ্দায় অবস্থিত ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট কার্যালয়ে স্থায়ী প্রতিনিধিদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

ওআইস-এর মহাসচিব ড. ইউসুফ আল উসাইমিন আফগান নেতৃবৃন্দকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দলকে কাজ করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন যে, আফগানিস্তান যেন কোনো সন্ত্রসাী দলের স্থান হিসেবে ব্যবহৃত না হয়। 

তিনি আরো বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুযায়ী জীবন ও নিরাপত্তার অধিকার এবং আফগান জনগণের মর্যাদার সুরক্ষা ও সম্মান করার আহ্বান জানাই। আন্তর্জাতিক সম্প্রদায় ও ওআইসির আশা করে যে, জাতীয় সমন্বয় গঠনে আফগান কর্তৃপক্ষ সমাজের সব স্তরের সঙ্গে অন্তর্ভূক্তিমূলক সংলাপ করবে। 

আফগান নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাঁরা যেন আন্তর্জাতিক চুক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক সম্পর্কের মানদণ্ড অনুসরণ করে জাতিসংঘের সনদ ও রেজুলেশন মেনে চলে।

সৌদির আল হাদাস টিভি নিউজ চ্যানেল-কে দেওয়া এক সাক্ষাতকারে ওআইসিতে নিযুক্ত আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি ড. শফিক সামিম তাঁর দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে আশাবাদী বলে জানান। তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধ হয়েছে। দীর্ঘ ২০ বছর পর রক্তের স্রোত থেমেছে। দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে। তাদের দখলের পর রাজধানীতে আমরা কোনো বুলেটের শব্দ শুনিনি।’ 

সামিম আরো জানান, ‘এবারই প্রথম আফগানিস্তানের একটি বিরোধী শক্তি কোনো ধরনের ‘ধ্বংস বা প্রতিরোধ’ ছাড়াই রাজধানীতে পৌঁছেছে। বর্তমানে সেখানের যুদ্ধে বাস্তুচ্যুত আফগানদের জন্য মানবিক সাহায্য সংগ্রহ করা আলোচনার অপরিহার্য ইস্যু হয়ে দাঁড়িয়েছে।’ 

জরুরি বৈঠকে ওআইসিভূক্ত সদস্য দেশগুলো আফগানিস্তানে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নে সাহায্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়াও আফগানিস্তান ইস্যুতে ওআইসি-এর গৃহীত নির্দেশনাগুলো বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলো গুরুত্বারোপ করে। ইসলামী শীর্ষ সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলসহ বিভিন্ন সভায় গৃহীত প্রস্তাবনা বাস্তবায়নের কথা বলা হয়। সর্বশেষ ২০১৮ সালের ১১ জুলাই অনুষ্ঠিত আন্তর্জাতিক উলামা সম্মেলনে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে ‘মক্কা ডিকলারেশন’ ঘোষিত হয়।

এদিকে ওআইসি-তে নিযুক্ত সৌদির স্থায়ী প্রতিনিধি ড. সালেহ বিন হামাদ আল সুহাইবানি আফগান জনগনের প্রতি সৌদির সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ‘আফগানিস্তানের ঐক্য, শান্তি ও স্থিতিশীলতার সমর্থনের সৌদির ঐতিহাসিক অবস্থান রয়েছে। আফগানিস্তানে তালেবানসহ সব দল সমন্বিতভাবে মানবতার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করে। 

সূত্র : আরব নিউজ 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com