বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফেঞ্চুগঞ্জ সেতুতে টোল আদায় ফের শুরু হচ্ছে আজ জাতিসংঘে ড. ইউনূসের সফল সফর, চিন্তায় নয়াদিল্লি ড্রোন হামলা, আগুন ছড়িয়ে পড়ল তেলআবিবে আরেক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী গ্রেফতার লেবাননে ইসরায়েলি হামলায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত যশোরে পুলিশের অভিযান, আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার সালাহর রেকর্ড গড়ার রাত, লিভারপুলের জয় হাসিনা সরকারের মন্ত্রী-নেতারা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ বিএনপির সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার জামিন পেলেন মাহমুদুর রহমান ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পক্ষে নন বাইডেন টানা বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি, শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার শাহ্জালাল ইসলামী ব্যাংকের সুপারভাইজারী কমিটির ৮৩তম সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২ ২ হাজার কোটি টাকার ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন একরামুল-গোলন্দাজসহ দুদকের জালে সাবেক ১০ এমপি শুল্ক গোয়েন্দার ডিজিসহ ৩১ কর্মকর্তা পদে রদবদল দুই শতাধিক কৃষককে ঋণ দিলো এবি ব্যাংক

আন্দোলনে যাচ্ছেন সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা

সিলেট প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৬ বার পড়া হয়েছে

সিলেট শহরতলীর পীরেরবাজারে আর রহমান অ্যান্ড সন্স সিএনজি ফিলিং স্টেশনে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আগামি রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা। 

সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিএনজি ফিলিং স্টেশন অ্যাসোসিয়েশন ও ট্যাংক লরি অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৩১ মে) নগরীতে ট্যাংকলরি মিছিল বের করার সিদ্ধান্ত হয়। আগামি রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের আল্টিমেটাম দেওয়া হয়। সভায় শাহপরান থানার ওসি মো. আবুল খায়েরের প্রত্যাহারও দাবি করা হয়।

সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, গত শুক্রবার সকাল ৭টার দিকে ওই ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা করে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান ব্যবসায়ীরা। এরপর রোববার সন্ধ্যায় নগরীর উপশহরে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিএনজি স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী।

সভায় বক্তারা বলেন, পেট্রোল পাম্পে হামলার পর ব্যবসায়ীরা অনেকটা নিরাপত্তাহীন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। যে কারণে তারা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন।

এদিকে, এ ঘটনার পরদিন শনিবার অমিত কান্তি দে হিপলু বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, শাহপরান থানার রুস্তমপুর দিগন্ত এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে আহমদ উদ্দিন সাজন (৩০), একই এলাকার সুজ্জাদ মিয়ার ছেলে মো. খালেদ (২৮), চকগ্রাম এর মৃত নুরুল ইসলামের ছেলে হাছান আহমদ (২৬), বটেশ্বর এলাকার জালালনগর এর দিকজয় ধর এর ছেলে সৈকত ধর (২৭) এবং দাসপাড়া এলাকার জাহাঙ্গীর (২৬)। তারা সকলেই ছাত্রলীগ কর্মী।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। সাজন, খালেদ, হাছান, সৈকত ধর ও জাহাঙ্গীর এর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন বাদী। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com