বুধবার, ০১ মে ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

আন্দোলনের মধ্য দিয়েই আমরা দেশনেত্রীকে মুক্ত করব-মির্জা ফখরুল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ১৪০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই তাকে কারামুক্ত করব এবং আওয়ামী লীগের পতন ঘটাব।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার বিকালে দলের আলোচনায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের মা তিনি আজকে কারাগারে বন্দি। দেশে গণতন্ত্র যতটুকু অর্জিত হয়েছিল, যিনি স্বৈরাচারের বিরুদ্ধে নয় বছর সংগ্রাম করেছিলেন এবং গৃহবধূ হয়েও দেশের পথে-প্রান্তরে গণতন্ত্রের জন্য বেরিয়েছেন, সেই মাকে আজকে বন্দি করেছে।’

তিনি বলেন, ‘সবাই উঠে দাঁড়ান, জাগ্রত হোন।  এই অন্যায়ের প্রতিবাদ করতে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। কোনো বিকল্প নেই- আন্দোলন, আন্দোলন, আন্দোলন। আন্দোলনের মধ্য দিয়েই আমরা দেশনেত্রীকে কারামুক্ত করব। তার আগে অন্য কোনো কিছু চিন্তা করব না।’

ফখরুল বলেন, আমরা এখন একেবারেই শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক আন্দোলন করছি।  এই শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই আমরা এদের (আওয়ামী লীগ) পতন ঘটাব। বাধ্য করব দেশনেত্রীসহ আমাদের সকল রাজবন্দিদের মুক্তি দেয়ার জন্য।’

মির্জা ফখরুল মিথ্যা কথা বলেন- প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমাদের অবৈধ সরকারের, অবৈধ প্রধানমন্ত্রী মনে করেন- তিনি নিজে যেটা করেন, সেটা অন্যরাও করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাকে অনেকে বলেন এ কথার উত্তর দেন না কেন? আমি বলেছি- এগুলোর উত্তর দেয়া আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বাঁধে, আমাদের রুচিতে বাঁধে।’

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

সভার সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com