বাংলা৭১নিউজ, ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রীর সাজার খবর দেশি গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচার পেয়েছে।
বিবিসি, আল জাজিরা, গালফ নিউজ, দ্য গার্ডিয়ান, দ্য হিন্দুস্তান টাইমস, ডয়েচে ভেলে, আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়ার মতো প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে। পাশাপাশি এপি, রয়টার্স, সিনহুয়া ও এএফপি’র মতো আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোও দ্রুততম এই খবর ছড়িয়ে দিয়েছে।
বিবিসির প্রতিবেদনে সাজার কথা উল্লেখ করে বলা হয়েছে, দুর্নীতির দায়ে পাঁচ বছরের সাজা ঘোষণার সময় খালেদা-সমর্থকদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, এই রায় ‘রাজনৈতিকভাবে খুবই তাত্পর্যপূর্ণ’ আখ্যা দিয়েছে। এর ফলে আগামী নির্বাচনে খালেদার প্রতিদ্বন্দ্বিতা বাধাগ্রস্ত হতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ সংক্রান্ত খবরের শিরোনাম করেছে ‘দুর্নীতির মামলায় খালেদা জিয়া দোষী সাব্যস্ত’।
ভারতের আনন্দবাজার পত্রিকার শিরোনাম করা হয়েছে, ‘৫ বছর কারাদণ্ড বেগম খালেদা জিয়ার, উত্তপ্ত ঢাকা’। প্রতিবেদনে বলা হয়েছে, মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছিল গত কয়েক দিন ধরে। বুধবার খালেদা জিয়া এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, চক্রান্ত করে তাঁকে জেলে পাঠানোর চেষ্টা চলছে।
দলনেত্রীর এই অভিযোগের পর থেকেই বিএনপি কর্মী-সমর্থকরা পথে নামতে শুরু করেন। তবে খালেদার সাজা যে হবেই, তা প্রত্যাশিতই ছিল। যে মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তাতে কারাদণ্ড এড়ানোর কোনও পথই ছিল না বলে ওয়াকিবহাল মহলের মত।