বাংলাদেশ, ভারত, ইরান, তুরস্কসহ সাতটি দেশের শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক রুমি সম্মেলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ ও আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে শনিবার থেকে তিন দিনব্যাপী এই সম্মেলন শুরু হতে যাচ্ছে। তিনদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দুদিন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তৃতীয় দিন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩-৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক রুমি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। টিএসসি মিলনায়তনে ৪ সেপ্টেম্বর সম্মেলনের ঢাকা পর্বের সমাপনী অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সম্মেলনে বাংলাদেশ, ভারত, ইরান, তুরস্ক, সিরিয়া, উজবেকিস্তান ও আফগানিস্তানের ২৪ জন শিক্ষাবিদ ও গবেষক আটটি একাডেমিক সেশনে বিশ্ববিদ্যালয়ের সিনেট হল, আরসি মজুমদার অডিটরিয়াম, কলাভবনে সৈয়দ আহমদুল হক সেমিনার লাইব্রেরি, শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী কলা অনুষদ সভা কক্ষে তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
বাংলা৭১নিউজ/এসএস