বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জপ্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্ত:জেলার দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ির দহপাড়ার মো. মজিবর রহমানের ছেলে সোহেল রানা (২২) ও একই ইউনিয়নের চাকলা ঘুনটোলার মৃত কশিমুদ্দিন ওরফে কুসুর ছেলে কালু আলী (৩০)। শিবগঞ্জ থানার এএসআই বাবুল আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আড়গাড়াহাটে অভিযান চালিয়ে সোহেল ও কালুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ারা রয়েছে। এছাড়া কালুর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায় গ্রেফতারকৃতরা আন্ত:জেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা কানসাট-গোমস্তাপুর-নওগাঁ সড়কে ডাকাতির করে আসছিল বলে স্বীকার করেছে। সোমবার সকালে সোহেল ও কালুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস