বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মতিয়ারের মেহগনি বাগান থেকে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার বাইখির গ্রামের নাসির শেখ (২৫), গোপালগঞ্জ জেলার বিশ্বনাথপুর গ্রামের হারুন শেখ (২৭), কাশিয়ানী উপজেলার ধানজাইল গ্রামের মোহন মোল্যা (৪০), ফরিদপুর সদর উপজেলার বাজরা গ্রামের রবিউল শেখ (৩৫) ও নড়াইল জেলার লোহাগড়া গ্রামের হাসান মোল্যা (৩০)।
এসআই মো. সাইফদ্দিন আহমেদ জানান বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি রাম দা, ২টি ছুরি, ১টি শাবল ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়। এদের মধ্যে রবিউল ও হাসান মোল্যার নামে কাশিয়ানী ও মধুখালীসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
এ ঘটনায় এসআই দিপংকর বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করা করেছে। মামলা নম্বর ১৬। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস