পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে ডাকাতদলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
আটককৃতরা হলেন—ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০) ও রাকিবুল খান (২৭)। তাদের মধ্যে আবুল হাসেম ও রাকিবুলের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। অপর চারজনের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আসা-যাওয়া ছিল ওই ডাকাতদলের সদস্যদের। মঙ্গলবার ভোররাত ৩টায় গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতদলের সদস্যরা ওই বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত, পা ও মুখ বেঁধে ফেলেন।
পরে ঘরে থাকা ২ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করেন। এ সময় ডাকাতদলের সদস্যরা শার্ট এবং প্যান্ট পরিহিত ছিলেন। একই এলাকায় বাড়ি হওয়ায় রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেম ও রাকিবুলকে চিনে ফেলেন। সকালে নুপুর কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের শনাক্ত করলে স্থানীয়রা তাদের আটক করেন।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেছেন, ‘‘ডাকাতদলের সদস্যরা আগে থেকেই কাসেমের বাড়িতে যাওয়া-আসা করতেন। তাই, স্থানীয়দের আগে থেকেই তাদের ওপর সন্দেহ ছিল। তাদের নামে একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের মধ্যে দুই জনের নামে আগে থেকেই কলাপাড়া থানায় ডাকাতির মামলা আছে।’’
বাংলা৭১নিউজ/এসএইচ