রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও কামরুল ইসলামের তিন দিন, সাবেক হুইপ আ স ম ফিরোজের দুই দিন এবং সাবেক এমপি সোলায়মান সেলিমের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন। এর আগে, সকালে পুলিশ আসামিদের আদালতে হাজির করে।
আদালত সূত্র জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিন, লালবাগের আজিমপুর এলাকায় কলেজছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের তিন দিন এবং হাজী সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের চার দিন এবং যাত্রাবাড়ী থানায় সাইদুর রহমান ইমরান হত্যা মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এছাড়া, চকবাজারের চানখারপুল এলাকায় রাকিব হাওলাদার হত্যা মামলায় সোলায়মান সেলিমের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগে, আনিসুল হকের ৭ দিন, কামরুল ইসলামের ১০ দিন, সোলায়মান সেলিমের দুই মামলায় ২০ দিন এবং আ স ম ফিরোজের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
গত ১৩ নভেম্বর রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। পরদিন রাকিব হাওলাদার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। তবে মূল নথি না থাকায় সেদিন রিমান্ড শুনানি হয়নি।
২৭ নভেম্বর শুনানির তারিখ ধার্য করা হয়। আজ প্রথম দফায় রিমান্ডে গেলেন সোলায়মান সেলিম। আর দ্বিতীয় দফায় রিমান্ডে গেলেন কামরুল ইসলাম। তবে, আনিসুল হক ও আ স ম ফিরোজকে এর আগে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এসএম